বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

0

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মো. ইউছুফ নামের এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

সোমবার সন্ধ্যায় তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ইউছুফ নাইক্ষ্যংছড়ির ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নো ম্যানস ল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশু বিচরণ করলে গেলে ইউছুফকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্তবাসী বলছে, সন্ধ্যায় ইউছুফকে ধরে নিয়ে যাওয়ার আগে বিকেলে হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখেছিল মিয়ানমার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, ‘এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

এদিকে ঘটনার পর বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিজিবির দায়িত্বশীল কোনো সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com