গণতন্ত্র হত্যাকারী আ.লীগ সরকারের কবল থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে হবে: মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিনাভোটের সরকার নিজেদের অযোগ্যতা, ব্যর্থতা ও কুকীর্তি আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বিএনপির জনপ্রিয়তাকে তারা ভয় পায়। এই ভয় থেকেই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াাট অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার চালিয়ে সরকার জনদৃষ্টি ভিন্নদিকে ফেরাতে পারবে না।

শনিবার বিকালে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্রের লেবাসধারী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কবল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে হবে। এই সরকারকে হটাতে করোনাকালেই কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিনাভোটের সরকার জগদ্দল পাথরের মতো জনগণের বুকের ওপর চেপে বসে আছে। ভোটে নির্বাচিত নয় বলে তাদের কোনো জবাবদিহিতা নেই। জনগণের প্রতি দয়া-মায়া নেই। সরকারি দল ও তাদের সমর্থিত লোকেরা ব্যাপক লুটপাট করছে।

নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন আরও বলেন, সরকার করোনা মহামারী প্রতিরোধে ছিল উদাসীন। দেশে প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বক্ষেত্রে তাদের চরম ব্যর্থতা ও অযোগ্যতা আজ প্রমাণিত। এইভাবে একটি দেশ চলতে পারে না। তাদের কবল থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে হবে।

করোনাকালে জনগণের পাশে থেকে মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রশংসা করেন মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বময় করোনা আগ্রাসন চলছে। মানুষ কর্মহীন বেকার হয়ে ঘরবন্দি। ব্যক্তি ও দলের পক্ষ থেকে এলাকায় অসহায় কর্মহীন পরিবারকে আমরা সাহায্য করছি। এখনও জনগণের কাছাকাছি গিয়ে তাদের ভালো-মন্দ সব খবর রাখতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com