সমুদ্রসৈকতে ৮ লাখ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী সমুদ্রসৈকত থেকে আট লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। আটক রোহিঙ্গা যুবকের নাম জামাল হোসেন (২২)।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ইনানী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্র পাড়ি দিয়ে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান ঢুকবে এমন খবর পাওয়া যায়।
এর ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ট্রলারে থাকা বস্তাভর্তি আট লাখ পিস ইয়াবাসহ জামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।