ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

0

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবুসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে।

এই অভিযোগে সম্প্রতি ওই ইউনিয়নের মানিকনগর গ্রামের এক নারী বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, মানিকনগর গ্রামের আমিরুল ইসলাম (৩৫), আবু তালেব (৫০), মুস্তাজুল (৩০), শাহিনুর রহমান (৩২) ও আলম গাজী (৩৫)।

মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ১৭ জুন রাত ৮টার দিকে কয়েকজন তাদের বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যান বাবু তাকে জাপটে ধরে শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন অন্য বোন ছুটে আসলে আসামি আমিরুল ইসলাম তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে আসামিরা তার তিন বোন এবং বাবাকে লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত করেন।

এ সময় আসামিরা তার বোনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যান বলে অভিযোগ করেছেন তিনি।

ইউপি চেয়ারম্যান বাবু বলেন, এ বিষয়ে কলারোয়া থানায় বাদী যে অভিযোগ করেন, সেখানে আমার নাম ছিল না। এর একমাস পরে আদালতে আমাকেসহ কয়েকজনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে জানতে পেরেছি।

তদন্ত কর্মকর্তা শেখ ফারুক হোসেন বলেন, উভয়পক্ষের শুনানি শেষে আদালতে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com