গণপূর্ত প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

0

রাজশাহী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের উপর গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের সামনে ঘটনাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার, সমিতিরি কুড়িগ্রাম শাখার সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন রানা, কর্মচারী ইউনিয়ন সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

বক্তারা প্রকৌশলীর উপর হামলাকারী ঠিকাদার লিটনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার ঠিকাদারী লাইসেন্স বাতিলের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৭ আগষ্ট রাজশাহীর পুঠিয়ায় ভূমি অফিস নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না দেয়ায় ঠিকাদার লিটন ও তার সহযোগীরা প্রকৌশলী দেলোয়ারের উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। তিনি বর্তমানে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com