ব্রিটেনে ‘বারবার হারিয়ে যাচ্ছেন’ এক বাংলাদেশি

0

ব্রিটেনের স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের এক বাংলাদেশি প্রবাসীকে নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় পুলিশ। সেলিম আল সৈয়দ নামের ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি মার্চে নিখোঁজ হওয়ার পর দ্রুত উদ্ধার হলেও গত সোমবার ফের হারিয়ে গেছেন।

পুলিশকে উদ্ধৃত করে এডিনবার্গ লাইভ জানিয়েছে, সেলিমকে সর্বশেষ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ইস্ট হার্মিটেজ প্লেসে দেখা যায়। এর আগে ১২ মার্চ হারিয়ে যাওয়ার পর ১৩ মার্চ তাকে উদ্ধার করা হয়।

এবার তিনদিন কেটে গেলেও তার হদিস না মেলায় পুলিশ নিজেদের চিন্তার কথা জানিয়েছে।

সেলিমকে ‘বাংলাদেশি’ উল্লেখ করে বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, ‘৫ ফুট ৫ ইঞ্চি লম্বার এই মানুষটির চুল কালো। চলাফেরা চোখে পড়ার মতো। হেলেদুলে হাঁটেন।’

 ‘আমরা সেলিমের ভাগ্য নিয়ে খুব চিন্তিত,’ মন্তব্য করে পুলিশ পরিদর্শক গ্রান্ট ম্যাকক্লোক বলেছেন, ‘তার সন্ধানে আমরা বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছি।’

‘তিনি স্কটল্যান্ডের গ্রাম অঞ্চলে বাস এবং ট্রেনে যাতায়াত করে থাকেন।’

‘কেউ তাকে দেখে থাকলে ১০১ নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানাচ্ছি।’

সেলিমের বাড়ি বাংলাদেশের কোথায়, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। কেন বারবার এভাবে হারিয়ে যাচ্ছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি। তবে তিনি ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ মানুষ হতে পারেন।

পুলিশ বলছে, সেলিম অহরহ রাস্তায় ঘুমাতে পছন্দ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com