ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি রুহানির

0

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায়, তার ভয়াবহ পরিণতি হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বুধবার রাজধানী তেহরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি এসব বলেছেন। 

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়। তারপরও থামেননি ট্রাম্প। তিনি ২০১৮ সালে এই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গেলেও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলছেন। 

বুধবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছি যে, ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।’

নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে রুহানি বলেন, ‘পরমাণু সমঝোতায় টিকে থাকা এক বা একাধিক দেশ এই স্ন্যাপব্যাক ম্যাকানিজম ব্যবহার করতে পারে। কিন্তু আমেরিকা যদি এই পথ এখন অনুসরণ করে তাহলে সারাবিশ্বে জানে তার পরিণতি কী হবে। তারা নিজেরা সেতু পুড়িয়ে দিয়ে কল্পনা করছে এখনও সেই সেতু ঠিক আছে এবং তারা তা পার হবে।’

ইরানের জনগণকে আমেরিকাসহ যেসব দেশ নির্যাতন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়ানোর সংকল্প করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘ইরানের ভেতরে কেউ যদি মনে করে থাকেন হোয়াইট হাউসের এই বর্বর সরকার এবং এই নিষ্ঠুর নিষেধাজ্ঞা চিরস্থায়ী তাহলে তারা ভুল করছেন। নিষেধাজ্ঞা ভেঙে যাবে এবং আমরা তা ধূলিসাৎ করে দেবো। প্রতিরোধের মাধ্যমে আমরা তাদের বুঝিয়ে দেবো যে, তারা ভুল করেছে।’

রুহানির দাবি, ‘হোয়াইট হাউস ভালোভাবে বুঝতে পেরেছে তারা ভুল করেছে। তবে এই পথ থেকে তারা বেরিয়ে আসার ব্যাপারে অসহায় কারণ তারা এমন একটি কঠিন পথ বেছে নিয়েছে যা থেকে বেরিয়ে আসা কষ্টকর।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com