চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু ফের আটক

0

সিলেটে সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে ফের আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর আগেও চাঁদাবাজি মামলায় নিপুকে আটক করা হয়েছিল।

র‌্যাব ৯-এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে নিপুকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মনোনীত হন নিপু।

সেই কমিটির সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিষ্কার করা হলে নিপু ভারপ্রাপ্ত সভাপতি হন। নানা অভিযোগের কারণে নিপুর নেতৃত্বাধীন কমিটিকেও স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com