কয়েলের আগুনে গোয়ালঘরে পুড়ে মরল গরু-ছাগল

0

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মশার কয়েলের আগুনে গোয়ালঘরে একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে।

শুক্রবার গভীর রাতে শিমুলিয়া ইউপির শিমুলিয়া নক্সাপাড়া গ্রামের ছুরত আলী বিশ্বাসের ছেলে মুন্নাফ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মুন্নাফ বিশ্বাস জানান, রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালানো হয়। পরে কয়েল থেকে গোয়াল ঘরের পাটকাঠিতে আগুন লেগে যায়।

পরে পরিবারের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে খোকসা ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় মুন্নাফের একটি গরু ও তিনটি ছাগলসহ গোয়ালঘরটি আগুনে পুড়ে যায়।

আগুনে ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ বিশ হাজার টাকা বলে দাবি করেন মুন্নাফ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com