স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচী ঘোষণা

0

আগষ্ট ১৯, ২০২০ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়—

প্রতিষ্ঠাবার্ষিকী’র কর্মসূচী:—
১। ১৯ আগষ্ট ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২। ঐ দিন দলের নেতাকর্মীরা শেরে-বাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন।
৩। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অবৈধ আওয়ামী সরকার কর্তৃক স্বেচ্ছাসেবক দলের গুম, খুন ও ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
৪। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পোষ্টার প্রকাশ, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন।
৫। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সারাদেশের কর্মসূচী:—
(ক) জেলা ও মহানগরীসহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ১৯ আগষ্ট ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
(খ) নিজ নিজ এলাকায় পোষ্টার প্রকাশ।
(গ) ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন।
(ঘ) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
(ঙ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অবৈধ আওয়ামী সরকার কর্তৃক স্বেচ্ছাসেবক দলের গুম, খুন ও ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

বার্তা প্রেরক,
(মো: রফিকুল ইসলাম)
দফতরের দায়িত্বে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
কেন্দ্রীয় কমিটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com