করোনাভাইরাস: উত্তর কোরিয়ার সীমান্ত শহরে লকডাউন প্রত্যাহার

0

উত্তর কোরিয়ার সীমান্তের নিকটবর্তী প্রধান শহর থেকে লকডাউন তুলে নিলেন শীর্ষ নেতা কিম জং উন। এই খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। 

করোনাভাইরাসের আশঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরে ওই শহরের হাজার হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সঙ্গে সভা শেষে কায়েসং শহর থেকে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দেন কিম। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা বলেছেন, তিন সপ্তাহ পর কায়েসংয়ের করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। লকডাউনে সহযোগিতা করার জন্য বাসিন্দাদের প্রতি সন্তুষ্টির কথা জানান তিনি।

অবশ্য উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধই থাকবে জানান কিম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com