জুয়া খেলার সময় আ’লীগ নেতাসহ আটক ১২
পাবনায় জুয়া খেলার সময় আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিমসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের নামহীন একটি ক্লাবে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। অভিযানে জুয়া খেলার সময় ১২ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। আটকদের মধ্যে লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো রেজাউল ইসলাম রয়েছেন।
ওসি বলেন, জুয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।