নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন মাহাথির

0

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ শুক্রবার মালয় ভিত্তিক একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন।

কুয়ালালামপুরের ইয়াছান আল বুখারীতে এক সংবাদ সম্মেলনে ডাঃ মাহাথির বলেন, দলটির নাম এখনো নিবন্ধিত হয়নি। তারা বিরোধী দল পাকাতান হরপান জোট বা পেরিকাটান নরসিয়ালের সাথে যোগ দিবে না।

৯৫ বছর বয়সী মাহাথির জানান, আমরা এখন এটিকে স্বতন্ত্র দল বলব। যার অস্থায়ী প্রেসিডেন্ট হলেন দাতুক সেরি মুখরিজ মাহাথির।

তিনি জানান, দলটি সামনের উপনির্বাচনে অংশ নিতে চায়।

তিনি এটাও বলেন, নতুন দল গঠনের অর্থ এই নয় যে তিনি পাকাতান নেতা আনোয়ার ইব্রাহিমকে ছেড়ে চলে যাচ্ছেন।

ডাঃ মাহাথির বলেন, আমরা কারোর কাছ থেকে দূরে সরে যাচ্ছি না। আমরা সবার থেকে নিজেদের মুক্তি দিচ্ছি। এসময় তার দুই পাশে মাহাথির পুত্র মুখরিজ ও বারাসাতুর তিন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দ্য স্টার

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com