বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

0

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত কওমি প্রজন্মের ব্যানারে মাদরাসার ছাত্ররা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতি এরশাদুল্লাহ’র সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত কওমি প্রজন্মের নেতা মুফতী নিয়ামুল ইসলাম, মুফতি জুবায়ের সাইফুল্লাহ, মুফতি নুরুল্লাহ আল মানসুর, হাফেজ মাওলানা কাজী সাইফুর রহমান মুন্না, মাওলানা এনামুল হাসান, এইচ এম সৈয়দ কাসেম, মুফতি আব্দুল মোমেন মিছবাহ, আব্দুল হাকিম হাবিবি, নায়েমুল ইসলাম সাদেকী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবরি মসজিদ মুসলমানদের ঐতিহ্য। এই মসজিদের স্থলে মন্দির নির্মাণে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে। বক্তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সরকারের এই কার্যকলাপের 
তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার আহবান জানান। তারা বলেন, বাবরি মসজিদ রক্ষার জন্য তারা লংমার্চ করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com