গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানায় আগুন
গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় কেয়া কম্পোজিট কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের শুরুতে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বপ্রথম কাজ করে। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।