মান্নান কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি: আমীর খসরু

0

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার সন্ধায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ সেলিম সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।

শোক বার্তায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আবদুল মান্নান বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। ব্যক্তিজীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশ ও দলের প্রতি তার অবদানের জন্য বিএনপি চিরদিন তাকে স্বরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্যু অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারলো। আমীর খসরু মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মন্ত্রী আবদুল মান্নান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com