আমেরিকা থেকে চীনা সাংবাদিকদের বের করে দিলে পাল্টা পদক্ষেপ নেবে চীন

0

যুক্তরাষ্ট্রভিত্তিক চীনা সাংবাদিকদের দেশটি থেকে বের করে দেয়া হলে চীনও পাল্টা পদক্ষেপ নেবে। এমনকি হংকংয়ে মার্কিন সাংবাদিকদেরও সেই পদক্ষেপের নিশানা বানানো হবে।

মঙ্গলবার গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু সিজিন এমন তথ্য দিয়েছেন।

এক টুইট পোস্টে হু বলেন, চীনা সাংবাদিকদের ভিসা নবায়ন করেনি যুক্তরাষ্ট্র, সেই অবস্থা বিবেচনায় নিয়ে চীনও একটি খারাপ অবস্থার জন্য প্রস্তুত নিচ্ছে। অর্থাৎ চীনা সাংবাদিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

‘যদি ঘটনা এমনই হয়, তবে চীন প্রতিশোধ নেবে, যাতে হংকংয়ে অবস্থান করা মার্কিন সাংবাদিকরাও অন্তর্ভুক্ত হবেন।’

গ্লোবাল টাইমস সংবাদপত্রটি প্রকাশ করে চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি।

চীনা সাংবাদিকদের ভিসার মেয়াদ ৯০ দিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সময় বাড়ানোর একটা সুযোগ আছে, যেটা ১১ মে থেকে কার্যকর।

তবে একটা তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি যে যদি ভিসার মেয়াদ বাড়ানো না হয়, তবে কী পরিমাণ সাংবাদিককে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

ইতিমধ্যে দুই পরাশক্তি বেশ কয়েকটি পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। চীনা রাষ্ট্র ও কমিউনিস্ট পার্টি সমর্থিত বেশ কয়েকটি গণমাধ্যমকে বিদেশি দূতাবাসের তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনও নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের কয়েকজন সাংবাদিককে বহিষ্কার করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com