প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর কথা বললেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দৃশ্যত প্রস্তাবিত ‘মেল-ইন-ভোটিং’ পদ্ধতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এবং নভেম্বরে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ‘বিলম্ব’ করছেন। মেল-ইন-ভোটিং সিস্টেম ব্যবহার করা হলে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভুল এবং প্রতারণামূলক নির্বাচন হবে বলেও আশংকা প্রকাশ করেছেন তিনি।

মানুষ যখন সঠিকভাবে, সুরক্ষিতভাবে ও নিরাপদে তাদের ভোট দিতে পারবে, সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করারও পরামর্শ দেন ট্রাম্প।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মেল-ইন-ভোটিং সিস্টেম ব্যবহার করা হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিব্রতকর অবস্থা হবে। জনগণ যথাযথভাবে, নিরাপদে ও সুরক্ষিতভাবে ভোট প্রদান না করা পর্যন্ত নির্বাচন বিলম্ব করবেন???’

প্রসঙ্গত, আগে থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে রেখেছে মার্কিন কংগ্রেস। এছাড়া ২০ জানুয়ারির মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্টের এই পদ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com