ফ্লোরিডায় একদিনে সর্বাধিক মৃত্যু

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সবশেষ চব্বিশ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর খবর এসেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য থেকে।

ফ্লোরিডা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত সবশেষ চব্বিশ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্তদের মধ্যে ২১৬ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের হিসেবে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের অন্যতম হটস্পট ফ্লোরিডা। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৩ জন।

তবে নতুন আক্রান্তের সংখ্যা চব্বিশ ঘণ্টায় অনেকটা কমেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই সেখানে প্রায় ১০ হাজার মানুষের শরীরে সংক্রমণের খবর আসছিল। গত একদিনে সংক্রমণ ধরা পড়েছে ৯ হাজার ৪৪৬ জনের শরীরে।

তাতে ২ কোটি ১০ লাখ জনসংখ্যার ফ্লোরিডায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪২৩ জনে।

করোনায় সংক্রমণে নিউ ইয়র্ককে ছাড়িয়ে গেছে ফ্লোরিডা। অঙ্গরাজ্যটির অবস্থান শীর্ষে থাকা ক্যালিফোর্নিয়ার পরেই। ফ্লোরিডার করোনায় আক্রান্তদের মধ্যে এক-চতুর্থাংশই মিয়ামির।

ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার, আক্রান্ত ৪৫ লাখ ৬৮ হাজার। আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগেই থেকেই শীর্ষে আছে দেশটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com