নিজেকে নবী দাবি করায় পাকিস্তানে এক ব্যাক্তিকে আদালতের ভেতরে গুলি করে হত্যা

0

নিজেকে নবী দাবি করায় পাকিস্তানে তাহির আহমদ নাসিম নামে এক ব্যাক্তিকে আদালতের ভেতরেই গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উত্তর-পশ্চিম পাকিস্তানের শহর পেশোয়ারের একটি আদালতে এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ইজাজ আহমেদ নামে এক পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, বুধবার জেলা আদালতে তার মামলার শুনানির সময় তাহির আহমদ নাসিমকে ছয়বার গুলি করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী এই হত্যার দায় স্বীকার করে বলেছে, নিজেকে নবী দাবি করার অপরাধে এই শাস্তিই নাসিমের প্রাপ্য ছিল।


উল্লেখ্য, গত ২০১৮ সাল থেকে নাসিম পুলিশ হেফাজতে ছিল। তার বিরুদ্ধে পাকিস্তানি দন্ডবিধির ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি লঙ্ঘন করার অভিযোগ আনা হয়। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি হিসেবে দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com