শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের শোক
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এম আসকির আলী। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্মসম্পাদক ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি জানিয়েছেন যে, নব্বইয়ের গণ অভ্যুত্থানের এক সাহসী যোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারন সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব শফিউল বারী বাবুর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন ছাত্রনেতা, একজন জননেতা, একজন আদর্শবাদী, একজন মানবতাবাদী, একজন নীতিবান ব্যক্তি জনাব শফিউল বারীর এভাবে চলে যাওয়াটা অত্যন্ত দুঃখ বেদনা এবং পরিতাপের। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ”
শফিউল বারী বাবুর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হৃদয়ে প্রচন্ড ক্ষরণ হচ্ছে। আবেগ ধরে রাখতে প্রবল কষ্ট হচ্ছে। শফিউল বারী বাবুর মত একজন কিংবদন্তির রাজনীতিবিদদের এভাবে চলে যাওয়াটা দেশ, জাতি এবং গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি রয়ে গেল। শফিউল বারী বাবু একজন দক্ষ সংগঠক, একজন মানবিক প্রকৃতির মানুষ এবং একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। ব্যক্তিগত জীবনে শফিউল বারী বাবু একজন অতি আপন জনের মত ছিলেন এবং একজন ঘনিষ্ঠ বড় ভাই সমতুল্য ছিলেন। তিনি আমার নিখোঁজ বড় ভাই এম ইলিয়াস আলীর অত্যন্ত স্নেহভাজন এবং ঘনিষ্ঠজন ছিলেন। রাজনীতির বাইরে ও তিনি ব্যক্তিগতভাবে, পারিবারিক ভাবে আমাদের আমাদের অতি আপনজন ছিলেন। মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শফিউল বারী বাবুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সতীর্থ সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে এই শোক সইবার শক্তি এবং ধৈর্য ধারণের তৌফিক দান করেন। দেশে, বিদেশে দলমত নির্বিশেষে সকলের কাছে অনুরোধ করছি,আবেদন করছি মরহুম জনাব শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত এর জন্য, তার জান্নাতের জন্য। সকলে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাতে শফিউল বারী বাবুকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দান করেন এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওপারে ভালো থেকো আমাদের প্রিয় শফিউল বারী বাবু ভাই। আমিন…