হংকং ও ম্যাকাওতে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিতে পারে চীন!

0

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কড়া হুমকি দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা নিয়ে চীনা কম্যুনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমস পরিচালিত একটি অনলাইন ভোটিংয়ে কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ এমন মতামত দিয়েছে।

চীনা নাগরিকদের ৬৫ শতাংশই বলেছে হংকং এবং ম্যাকাওতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করে দেয়া উচিৎ।

গ্লোবাল টাইমসে প্রকাশিত মতামতকে সাধারণত চীনা সরকারের মতামত হিসেবে দেখা হয় বলে বিবিসি জানিয়েছে।

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের বিষয়টি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে হুমকির সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে চীন বলছে, ৭২ ঘণ্টার মধ্যে কনস্যুলেট বন্ধের আদেশ আশ্চর্যজনক ও একটি বিদ্বেষমূলক উত্তেজনা।

চীন বলছে, যুক্তরাষ্ট্র ২১ জুলাই (মঙ্গলবার) কনস্যুলেটের সব কার্যক্রম ও ইভেন্ট বন্ধ করতে বলেছিল। এ ঘটনায় বেইজিং হুমকি দিয়ে বলেছে, যদি এ সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, তাহলে প্রতিশোধ নেবে চীন।

বুধবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, বেইজিং এ ঘটনায় কঠোরভাবে নিন্দা জানাচ্ছে, এটি আপত্তিজনক ও অবিচার; যা চীন-মার্কিন সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকাবে।

তিনি বলেন, আমরা আহ্বান করছি এই ভ্রান্ত সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে, অন্যথায় চীন বৈধ ও প্রয়োজনীয় জবাব দেবে।

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা দূতাবাস শুক্রবারের মধ্যে বন্ধের আদেশ দিয়েছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকার মেধাস্বত্ব রক্ষার জন্য এ আদেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির পর হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

গ্লোবাল টাইমস বলছে, মার্কিন এই পদক্ষেপ ‘নজিরবিহীন‘ এবং চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্কে এটি ‘ভূমিকম্প‘ সৃষ্টি করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com