বিএনপি নেতা শাহজাহান সিরাজের মৃত্যুতে জামায়াতের শোক

0

বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৪ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম প্রেরিত বিবৃতিতে শোক ও সমবেদনা জানান।

শোকবাণীতে তিনি বলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব শাহজাহান সিরাজ দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তিকাল করেন। তার ইন্তিকালে জাতি একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। তিনি বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com