বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই
মহান স্বাধীনতার ইশতেহার পাঠকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এয়ার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের নানা পর্বের অন্যতম এই সাক্ষী।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের এই শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে শাহজাহান সিরাজ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী-অনুরাগী রেখে গেছেন।
তিনি বিএনপি সরকারের সময়ে মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।