জামায়াত কর্মী হাবিবুর রহমানের ইন্তেকালে আমিরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার প্রবীণ সদস্য (রুকন) জনাব হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১১ জুলাই দুপুর পৌণে ২টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১১ জুলাই রাত ৯টায় কালকিনি পৌরসভার কাশিমপুরে তার নিজ গ্রামের বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জনাব হাবিবুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ১৩ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব হাবিবুর রহমান ছিলেন ইসলামি আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি ইসলামি আন্দোলনের কাজে আজীবন সংগ্রাম করে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল-ত্রুটিসমূহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।