করোনা থেকে বাঁচতে মদ বিক্রি নিষিদ্ধ করল দ. আফ্রিকা

0

কোভিড-১৯ মহামারির সংক্রমণ থেকে বাঁচতে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে রাতকালীন কারফিউ জারি রয়েছে। এ ছাড়া জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। খবর বিবিসির।

দক্ষিণ আফ্রিকায় করোনার বিস্তার কমিয়ে আনতে এর আগেও একবার মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা খাতে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি এক বক্তব্যে একে অপরকে রক্ষায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান রামাফোসা।

করোনায় দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর আবারও মদ বিক্রি বন্ধের সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন অন্তত চার হাজার মানুষ। বছর শেষে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সরকার আশঙ্কা প্রকাশ করেছে।

আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির গতেং নামক প্রদেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com