আলোচনা শুরুর আগে আমেরিকা সমর্থিত আফগান বাহিনীর সাথে যুদ্ধ বন্ধ করবে না তালেবান

0

আন্ত:আফগান আলোচনা শুরু হওয়ার আগে আমেরিকা সমর্থিত আফগান বাহিনীর সাথে যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান। তারা জানায় কোন আলোচনা শুরু হওয়ার আগে ঘানির সরকারি বাহিনীর সাথে যুদ্ধবিরতি ঘোষণার যৌক্তিকতা নেই।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের অবস্থান হলো স্বাক্ষরিত শান্তিচুক্তির বাস্তবায়ন এবং উত্তেজনা কমিয়ে আনা ও যুদ্ধ বন্ধের জন্য আন্ত:আফগান আলোচনা শুরু করা। কেউ যদি আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি চায় সেটা অযৌক্তিক। নিখুঁতভাবে যুদ্ধ চালানো হচ্ছে এবং আমরা এখনো এর কোন বিকল্প পাইনি।


রোববার (১২ জুলাই) এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

আন্ত:আফগান আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য মার্কিন মদদপুষ্ট ঘানি সরকারকে অভিযুক্ত করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বন্দিবিনিময় প্রক্রিয়া অবশ্যই শেষ করতে হবে এবং অবিলম্বে আন্ত:আফগান আলোচনা শুরু করতে হবে। আর এটা হলো নিস্পত্তির পথে সবচেয়ে সঠিক ও যৌক্তিক পদক্ষেপ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com