সুস্থ আছেন আমান উল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান সুস্থ আছেন। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমান উল্লাহ আমান বলেন, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আজ আমি আমার নিজের নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে আসলাম। সারাদিন এখানে অবস্থান করবো। বিকেলে ঢাকার বাসায় ফিরবো।
মূলত গত দু’দিন যাবৎ ফেসবুকে তার হাসপাতালে ভর্তির একটি ছবি দিয়ে তার জন্য দোয়া চাওয়া হচ্ছে। বলা হচ্ছে তিনি গুরুতর অসুস্থ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমিও শুনেছি ফেসবুকে এমন গুজব ছড়ানো হচ্ছে। তবে বিষয়টা মোটেই সত্য নয়। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে এটা করছে আমি জানি না। তবে আমি সুস্থ আছি।