‘আওয়ামী লীগের চোরের খনি এখন ডাকাতের খনিতে রূপান্তরিত হয়েছে’ -রিজভী

0

চোরের খনি এখন ডাকাতের খনিতে রূপান্তরিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বলেছিলেন, তিনি পেয়েছেন চোরের খনি।

গত একদশকের বেশি সময় ধরে সেই চোরের খনি ডাকাতের খনিতে রূপান্তরিত হয়েছে। এটাই হলো আওয়ামী লীগ সরকারের সুমহান কীর্তি।’ 

গতকাল শনিবার (১১ জুলাই) দুপুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলে,  ‘সরকার ও প্রশাসনের প্রশ্রয়ে জেকেজি হেলথ কেয়ার এবং সাহেদ চক্রের দৌরাত্ম্য শুধু নগদ অর্থ কেলেঙ্কারির মধ্যেই সীমাবদ্ধ নয়,

এরা মানুষের জীবন নিয়েই ব্যবসা শুরু করে দিয়েছিল করোনা পরীক্ষার নকল সনদ দিয়ে। তাদের এই ব্যবসার বলি হচ্ছে জনগণ। করোনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কত মানুষ মারা যাচ্ছে তার সঠিক পরিসংখ্যা নিয়েও জনমনে সন্দেহ রয়েছে।’ 

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে লাখ লাখ মানুষ পানিবন্দি লে উল্লেখ করে তিনি বলেন, ভারতের গজলডোবায় সবক’টি গেট খুলে দেওয়ায় এবং বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের

উত্তরাঞ্চল- কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধায় বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিন্তু বন্যা উপদ্রুত মানুষের সাহায্যের জন্য সকারের কোনও তৎপরতা নেই। অবিলম্বে বন্যাদুর্গত এলাকায় মানুষকে বাঁচাতে দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করছি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com