আওয়ামী লীগ সরকারের কারণে বিদেশেও ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি: টুকু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রাণঘাতী করোনা মোকাবিলায় সরকার শুধু দেশেই ব্যর্থতার পরিচয় দেয়নি, বহির্বিশ্বেও ভাবমূর্তি ক্ষুণœ করছে। আজ বিশ্বে বাংলাদেশ প্রায় ‘একঘরে’ হয়ে পড়েছে। করোনার ভুয়া পরীক্ষায় জাল সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি কর্মীরা বিদেশ গিয়ে ধরা পড়ছে। বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নেতিবাচক সংবাদ শিরোনাম হচ্ছে। এর দায় এই সরকারকেই নিতে হবে। কারণ, সরকারের ছত্রছায়ায় নিবন্ধনহীন হাসপাতালগুলো করোনার ভুয়া সার্টিফিকেট দিচ্ছে।
গতকাল সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই সদস্য আরও বলেন, সরকার শুরু থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে গুরুত্বই দেয়নি। এটাকে কোনো রোগই মনে করেনি। যার পরিণতি আজ পুরো জাতিকে দিতে হচ্ছে। এখন ঢাকাসহ সারা দেশেই করোনা ছড়িয়ে পড়ছে। সামনে কোরবানির ঈদ। সরকারের সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা না থাকায় এই কোরবানিতেও ব্যাপকভাবে করোনা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনায় ব্যবস্থাপনার দায়িত্ব থাকা সরকার যেমন ব্যর্থ ঠিক তেমনি চিকিৎসায়ও লেজেগোবরে অবস্থা। দেশে এখন স্বাস্থ্য খাত বলতে কিছু নেই। দুর্নীতি আর অব্যবস্থাপনায় পুরোপুরি ভঙ্গুর হয়ে পড়েছে এ খাতটি। সব কিছুর মূলে সরকারের ব্যর্থতার দায় নিতে হবে। আমার আশঙ্কা, এ মুহূর্তে সারা দেশে কোটি মানুষ করোনা রোগী। কিট নেই, পরীক্ষা নেই। তাই এটা আরও বড় আকারে ছড়াচ্ছে। সরকারের উদ্দেশে
তিনি বলেন, এখনো সময় আছে, করোনা ইস্যুতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলুন। নইলে করোনার ভয়াবহতা আরও বাড়বে। দেশের মানুষের প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ব্যাপক আকার ধারণ করবে। বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী বলেন, এক যুগ ক্ষমতার বাইরে বিএনপি। তার পরও দায়িত্বশীল দল হিসেবে বিএনপি প্রায় দুই কোটি মানুষকে ত্রাণ বিতরণ করছে। সারা দেশে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। এসব করতে গিয়ে বিএনপির প্রায় ১০০ নেতা-কর্মী প্রাণ হারিয়েছে। আমরা সাধ্যমতো এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষের পাশে থাকার।