বলিউডের চিত্রনাট্যকেও হার মানায় গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর ঘটনা

0

পুলিশের সঙ্গে এনকাউন্টারে শুক্রবার নিহত হলো ভারতের দুর্ধর্ষ গ্যাংস্টার বিকাশ দুবে।  তার মৃত্যুর ঘটনা যেন হার মানায় বলিউডের কোনও সাসপেন্স থ্রিলারকেও।  বিকাশ দুবে গত ৩ রা জুলাই উত্তরপ্রদেশের কানপুরে আট পুলিশ কর্মীকে হত্যা  করে চম্পট দেয়। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিলো।  বৃহস্পতিবার  মাস্ক পরে বিকাশ মহাকাল মন্দিরে পুজো দিতে যায়।  মন্দিরে ফুল মালা বিক্রয়কারী একজন বিকাশকে চিনে ফেলে।  সে মন্দিরের নিরাপত্তা কর্মীকে খবর দেয়। সে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে গ্রেফতার করে বিকাশকে।   শুক্রবার কানপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছিলো বিকাশকে। মাঝরাস্তায় বিকাশের গাড়িটি  হঠাৎই উল্টে যায়।  সঙ্গে সঙ্গে এক পুলিশ কর্মীর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে বিকাশ এলোপাথাড়ি গুলি ছুঁড়তে আরম্ভ করে।  পাল্টা গুলি ছোড়ে  পুলিশ ।  অল্প কিছুক্ষণের মধ্যে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় বিকাশের। সমাপ্তি নামে ভারতের দুর্ধর্ষ এক গ্যাংস্টার এর জীবনে। উত্তরপ্রদেশের  ভিখারু গ্রামের  বাসিন্দা বিকাশ এর উত্থান নয়ের দশকে।  খুন জখম রাহাজানিতে সিদ্ধহস্ত বিকাশের দুস্কর্মের সঙ্গী ছিল তার স্ত্রী রিচা।  ২০০৬ সালে একটি সাক্ষাৎকারে বিকাশ নিজেকে গরিবের মসিহা  বলে বর্ণনা করে।  রাজনাথ সিং তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।  বিকাশ তাড়া করে শিবালি  থানায় ঢুকে সন্তোষ শুক্লা নামের এক বিজেপি নেতাকে খুন করে থানার একুশ জন পুলিশের সামনে।  কিন্তু এই ঘটনায় সে বেকসুর খালাস পায় একজন পুলিশ কর্মীও সাক্ষী না হতে চাওয়ায়।  এবার আট পুলিশ হত্যায় পুলিশের হাতেই নিহত হতে হলো এই কুখ্যাত অপরাধীকে।।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com