আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে দিয়েই এই একদলীয় শাসন কায়েমের ব্যবস্থা করছে: খসরু
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনকে সিলেকশনের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন যেকোনো প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, তারা নির্বাচনকে সিলেকশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে’।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করে।
‘বর্তমান সরকার একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মূলত নির্বাচন কমিশনকে দিয়েই এই একদলীয় শাসন কায়েমের ব্যবস্থা করছে। বিগত বছরগুলোতে এই নির্বাচন কমিশন যতগুলো আইনের বিধি করেছে প্রত্যেকটি আইন বিধি করার একটাই উদ্দেশ্য হচ্ছে- আওয়ামী লীগ যেন বারবার ক্ষমতায় থাকতে পারে।’
খসরু বলেন, ‘বর্তমানে যে আইনটা করেছে, এ আইন প্রণয়ন করা দেখে মনে হচ্ছে- নির্বাচন কমিশনের নির্বাচনী ইন্টারেস্ট নেই। তারা ইলেকশন নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন। সরকার তাদের যে কারণে বসিয়েছে অর্থাৎ একদলীয় শাসন কায়েম করার। নির্বাচন কমিশন সেটার ব্যবস্থা করে দিচ্ছে।’
তিনি বলেন, ‘এই করোনার সময়ে সারা দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য লড়ছে। কর্মের জন্য লড়ছে। আর যারা দিন আনে দিন খায়, তাদের জীবন ধারণ অনিশ্চিত হয়ে পড়েছে। সারা বিশ্বের মানুষের মনোজগতে একটাই কাজ করছে, তারা বাঁচবে কি না, স্বাস্থ্যসেবা পাবে কি না। আর আমার দেশের সরকার ও নির্বাচন কমিশনের মনোজগতে কী কাজ করছে? তারা যদি এই সময়ে মানুষের অধিকার গণতন্ত্র হরণ করে ক্ষমতায় থাকার চিন্তা করে তাহলে তাদের মনে কি কোনো দয়া মায়া আছে? এরা কি মানুষ? এরা কি সমাজে আছে?’
‘পুরো আইনটা ইংলিশে আছে এর মধ্যে এই করোনার সময়ে একটি অংশ বাংলা করা। এটা কিন্তু বাংলায় রূপান্তরিত করার জন্য এ কাজ করেনি, মৌলিক বিধান পরিবর্তনের জন্য এই কাজ করেছে’ বলেও মন্তব্য করে তিনি।
বিএনপি কমিউনিকেশন সেলের পরিচালক ও প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপনের পরিচালনায় ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন’ শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ প্রমুখ।