ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল গ্রেফতার তারেক-ফখরুলের নিন্দা ও প্রতিবাদ

0

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুকে গতকাল নরসিংদী জেলা শহরের নিজ বাসভবনে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

গতকাল এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বর্তমান সরকার পরিকল্পিতভাবে নিজেদের সৃষ্ট অনাচার এবং করোনার মহামারীর অভিঘাতে দেশব্যাপী দূর্ভিক্ষের ছায়া আড়াল করার জন্যই সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করেছে। করোনা মাহমারি সামাল দিতে নাপারা এবং করোনার কারণে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার যে নগ্নরূপ উন্মচিত হয়েছে তা ভায়াবহ। দেশব্যাপী সর্বসেক্টরের দুর্নীতি নয়, কেবল স্বাস্থ্যখাতে দুর্নীতির যে বিভৎস চিত্র দৃশ্যমান হয়েছে তাতে বর্তমান সরকার যে জনগণের শত্রুপক্ষ সেটি দিনের আলোরমতো সুস্পষ্ট। করোনাকে কেন্দ্র করে অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারী ত্রাণ নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা যে তেলেসমাতি করেছে তাতে বর্তমান সরকারের দুর্বৃত্ত তোষনের আসল চেহারাটি ফুটে উঠেছে।

সরকার তাদের দু:শাসনের প্রতিপক্ষ মনে করে দেশের আদর্শবাদী তরুণ সমাজকে। সেজন্যই আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করা হয়েছে, যাতে উদ্দীপ্ত তারুণ্য বর্তমান দু:শাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে। দেশের তরুণ সমাজকে ভয়াবহ দু:শাসনের যাঁতাকলে পিষ্ট করার উদ্দেশ্যই হচ্ছে নিজেদের অবৈধ ক্ষমতা কন্টকমুক্ত করা। তরুণ সমাজকে ভয় পাইয়ে দেওয়ার জন্যই এই ভায়বহ প্রকৃতিক দুর্যোগের সময় মিথ্যা মামলা ও গ্রেফতারের হিড়িক চলছে। কিন্তু বর্তমান সরকার জানেনা যে, অনাচার, অবিচার ও লুটপাটকারীদের পৃষ্টপোষক সরকারকে পরাজিত করতে তারুণ্যকে কোনভাবেই দমন করে রাখা যাবেনা। অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন দ্রোহ হচ্ছে তরুণ সমাজ। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সরকারের নীলনক্শা বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্র প্রতিহতের জন্য জনগণ এখন আরো বেশী ঐক্যবদ্ধ। গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং চাল-ডাল-তেল-পিঁয়াজ-লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির পাশাপাশি দফায় দফায় গ্যাস-বিদ্যুৎ, জ্বালানী ও পানির মূল্যবৃদ্ধিতে জনরোষকে চাপা দেয়ার জন্যই দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে পাইকারী হারে গ্রেফতার অভিযান চলছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদমূখর বলেই সে সরকারী আক্রোশের শিকার হয়েছে।

আকরামুল হাসান মিন্টুকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “করোনা মোকাবেলায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার আরো বেশি আগ্রাসী নাৎসীবাদী পথ অবলম্বন করে বিরোধী দলকে নি:শেষ করার কর্মসূচী গ্রহণ করেছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামকে গ্রেফতার তারই বর্ধিত প্রকাশ। সরকারী দলের লোকেরা এই করোনাকালেও দুর্নীতি, লুটপাট ও আত্মসাতের কাজে খুব উৎসাহ নিয়ে সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। আমরা এই সমস্ত অনাচারের প্রতিফলন প্রতিদিন দেখছি সংবাদপত্রের পাতায় পাতায়। এই ক্রান্তিকালে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে তারা। দেশকে বিএনপিশুন্য করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর এখন প্রধান লক্ষ্য। বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে, এই জন্য যে সরকারী অনাচারের বিরুদ্ধে কেই যেন টু শব্দ না করতে পারে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার বর্তমান সরকারের এক ঘৃন্য অপকর্ম। এই সরকারের হাত থেকে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষরা কেওই রেহাই পাচ্ছে না। সরকারের স্বর্বগ্রাসী থাবায় নেতাকর্মীদের জেল-জুলুমের শিকার হতে হচ্ছে। সেদিন খুবই নিকটবর্তী যেদিন বর্তমান সরকারের কুশাসনের মুলোৎপাটন ঘটবে।”

বিএনপি মহাসচিব অবিলম্বে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com