সাহেদ আওয়ামী লীগের প্রডাক্ট, আওয়ামী লীগ সরকার তাকে তৈরি করেছে: মান্না

0

সরকারের কাছে অর্থ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘এখন বড় ক্রাইসিস হচ্ছে- এক কোটি থেকে আরও বেশি লোক দরিদ্র হয়ে গেছে এবং দারিদ্রসীমার নিচে চলে গেছে। প্রতিদিন দৃশ্যমান ন্যূনতম ১০/২০ পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে। এদের সেইভ করা হবে কীভাবে? সরকারের কোনো প্ল্যান নেই।’

বৃহস্পতিবার (৯ জুলাই) এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘গতকাল পত্রিকায় দেখেছেন যে, যেটাকে তারা (সরকার) বলেছেন, সোশ্যাল সেফটিনেন্ট বা করোনাকালে আক্রান্ত মানুষগুলোর সহযোগিতার জন্য দেয়া হবে বিশেষ প্রণোদনা। এইগুলো দিয়ে বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। সমস্ত বিষয়ে মিথ্যাচার করতে করতে…।’

তিনি বলেন, ‘ওই যে বলত না- আকাশ দিয়ে উড়ে গেলে নিচে ঢাকার দিকে তাকালে লস অ্যাঞ্জেলসের মতো শহর মনে হয়। সব উন্মাদ কতগুলো ফোরটোয়েন্টি ভদ্রলোক মন্ত্রী-টন্ত্রী হয়েছেন এবং ওনারা একটার পর একটা কথা বলে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে- সরকারের কাছে কোনো টাকাই নেই।’

মান্না বলেন, ‘সরকার টাকার জন্য কী করছে? প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে নেয়া যায় কি না। ক্যান ইউ ইমাজিন দেশ কত বড় ক্রাইসিসে পড়লে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে হাত দিতে চায়।’

রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের কথা উল্লেখ করে তিনি জানান, আপনি এখান থেকে অনুমোদন দিয়েছেন হাসপাতাল চালানোর জন্য, তাকে টেস্ট করতে দিয়েছেন এই করোনাভাইরাসের। তার হাসপাতালে টেস্ট করা লোকজন বাইরে গেছে, গিয়ে ধরা খেয়েছেন…। সারা দুনিয়াতে বদনাম হয়েছে।’

মান্না বলেন, ‘সেই লোকটা যে আওয়ামী লীগের একজন মদদপুষ্ঠ লোক এবং দলের উচ্ছিষ্ট। আর সে রীতিমতো গানম্যানসহ পুলিশ প্রোটেকশন পেত। সরকার তাকে তৈরি করেছে। এ রকম একটা দুইটা না। আপনার এন-৯৫ যারা করেছে তারাও। মানুষের যখন মৃত্যুর আহাজারি, ক্ষুধার্তের আর্তনাদ সেই সময়ে মানবতার সঙ্গে এত বড় বেইমানি করার দল পৃথিবীতে বেশি নেই।’

বিএনপির কমিউনিকেশন সেলের পরিচালক ও প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপনের পরিচালনায় ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন’ শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ, সাবেক নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com