প্রতিটি প্রবাসিদের মুক্তিযোদ্ধা মর্যাদা দেয়া হোকঃ আফরোজা আব্বাস
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মহিলাদলের সম্মানিত সভাপতি আফরোজা আব্বাস প্রবাসে বসবাসরত সকল প্রবাসিদের মুক্তিযোদ্ধা বলে উল্লেখ্য করেছেন তিনি, নিচে ডিএল টিভি’র পাঠকদের জন্য উনার লিখাটি দেয়া হল।
আমি জানিনা প্রবাসি ভাইদের কারণেই আজো আমাদের এই দেশের অস্তিত্ব টিকে আছে, তাদের উপর ভর করেই আমাদের সরকার দেশকে আজো উন্নত দেশ হিসেবে বলে বেড়াচ্ছে।
আমি জানি, এই প্রবাসিদের অর্থে সংসদ সদস্যদের পাতের ভাত জুটে। আমার মতে তারাই এইদেশের প্রকৃত যুদ্ধা । তারা আকাশে তাঁরা হয়ে দূরপ্রবাস থেকে দেশটকে অর্থ দিয়ে যাচ্ছে যে অর্থের শক্তিতে সরকার প্রশাসন নতুন প্রকল্পের স্বপ্ন বুনে।আমার ব্যক্তিগত মতে প্রতিটা প্রবাসি এক একটা মুক্তিযোদ্ধা তাদেরকে বলির পাঠা না বানিয়ে মুক্তিযোদ্ধাদের মতোই মর্যাদা দেয়া হোক।
বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করেছেন কিন্তু দেশের প্রতিটা কাজে প্রকল্পে মিশে আছে প্রবাসিদের ঘামের অর্থ।
দেশের জন্মদাতা যদি হয় মুক্তিযোদ্ধারা তাহলে দেশের পালনকর্তা প্রবাসিরা।