রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়াতেই হবে: রব

0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনা পরীক্ষায় ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে মহাদুর্যোগের এ সময়ে রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়াতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিয়ে আসছে। দ্রুত পরীক্ষা দ্রুত শনাক্তকরণ যেখানে জরুরি, সেখানে পরীক্ষার ওপর মূল্য বা ফি নির্ধারণ কর্মহীন বেকার অসহায় মানুষদের পরীক্ষা করাতে নিরুৎসাহিত করবে। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়বে। যার পরিণতি হবে ভয়াবহ।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ৪৩ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছে। ইউনিসেফ বলছে, বাংলাদেশের বহু পরিবার এখন তিন বেলা খেতে পায় না। অন্যদিকে হাজার হাজার বন্যার্ত মানুষ আশ্রয়ের সন্ধান করছে। পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মহামারীর এ পরিস্থিতিতে মানুষের যখন উপার্জনের পথ বন্ধ, জীবিকা হুমকির মুখে, সেই মুহূর্তে করোনা পরীক্ষায় সরকারি ফি নির্ধারণ সাধারণ জনগণের দুঃখ-দুর্দশার প্রতি উপহাসের নামান্তর বলে তিনি উল্লেখ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com