পাটকল শ্রমিকদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীর প্রতি সমর্থন ঘোষণা বিএনপির
বিদ্যমান করোনা সংকটকালে সরকার দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশ পাটকল সংস্থার ২৯টি শিল্পে লে-অফ, শ্রমিক এবং তাদের পরিবারের লাখ লাখ নারী পুরুষ ও শিশুকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়ার যে অমানবিক অসময়োচিত ও অন্যায় উদ্যোগ নিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনিপি।
“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন যে, যখন কোন শ্রমিক কর্মচারীকে ছাঁটাই না করার শর্তে আমরা দেশের সব শিল্প রক্ষার জন্য সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানাচ্ছি এবং সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যখন আইন করে এই দুঃসময়ে লে-অফ শ্রমিক ছাঁটাই কিম্বা কারখানা বন্ধ না করার দাবি জানাচ্ছে তখন সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্ত নাগরিকদের প্রতি দায়িত্বহীনতার পরিচায়ক।
আমরা এমন কোন অন্যায় ও অসময়োচিত সিদ্ধান্ত না নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, শ্রমজীবি মানুষ ও শিল্প বিরোধী এমন সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীর প্রতি আমরা সমর্থন জানাচ্ছি।