করোনা টেস্টে সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে, করোনা টেস্টে ফি নির্ধারন গ্রহনযোগ্য নয়: ডাঃ ইরান

0

সরকারী হাসপাতাল গুলোতে সম্পূর্ন বিনামুল্যে করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা বন্ধ করে ২০০ টাকা ফি নির্ধারন করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারী হাসপাতালে করোনা নমুনা পরিক্ষা বিনামুল্যে করতে হবে। রাষ্ট্র কোন লাভজনক প্রতিষ্ঠান নয়। করোনা টেস্টে সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে। করোনা টেষ্টে ফি নির্ধারন গ্রহনযোগ্য নয়।

গতকাল (সোমবার) সন্ধায় বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীতে তিনি একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ ব্যবসা বানিজ্য, অফিস আদালত বন্ধ, মানুষের আয়ের উৎস থেমেগেছে। সাধারন মানুষ অনাহারে মহামারি করোনা নিয়ে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে। কর্মহীনতার কারনে বেকার ও কর্মহীন মানুষ করোনা পরীক্ষা থেকে বিরত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে। তাই সরকারী হাসপাতালে করোনা নমুনা টেস্টে ফি নির্ধারনের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে।

(প্রেস বিজ্ঞপ্তী)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com