কিটের অনুমতি না দিয়ে জনগণের সঙ্গে অন্যায় ও দেশের বিরুদ্ধে শত্রুতা করা হচ্ছে: ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ওষুধ প্রশাসন গণস্বাস্থ্যের কিটের নিবন্ধনের অনুমতি না দিয়ে জনগণের প্রতি অন্যায় ও দেশের বিরুদ্ধে শত্রুতা করছে। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণস্বাস্থ্যে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে এসে এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা জানিয়ে মিন্টু বলেন, অনেকটাই ভালো। তবে শরীরে সামান্য জ্বর আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন।
শরীর দূর্বল। তাকে আরো বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেয়ার জন্য চিকিৎসকরা জানিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।