নবীনগর বিএনপি নেতা আউয়ালের মৃত্যুতে ফখরুলের শোক

0

নবীনগর পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও নবীনগর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল (৬৯) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার চারগ্রাম ঈদগাহ মাঠে ১ম নামাজের জানাজা ও বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে সকাল ১১টায় ২য় জানাজা শেষে রাষ্টুীয় সম্মান প্রদর্শন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল এর মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। নবীনগর পৌর বিএনপি এবং নবীনগর উপজেলা কৃষক দলকে শক্তিশালী করতে মরহুম আব্দুল আউয়াল বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। পাকিস্তান শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে পাক হানাদার বাহিনীর বিররুদ্ধে লড়াইয়ে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য জাতি তাকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দোয়াকরি- মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসীব ও শোকসপ্ত পরিবার-পরিজনদেরকে এই মৃত্যুশোক সইবার ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন জহির স্বাক্ষরিত এবং নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সায়েদুল হক সাঈদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু স্বাক্ষরিত শোকবার্তায় মরহুম আব্দুল আউয়াল এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক তকদীর হোসেন মো. জসিম, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া, যুগ্ম সম্পাদক উবায়দুল হক ভিপি লিটন সহ নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেন। এছাড়াও মরহুম আব্দুল আউয়াল এর মৃত্যুতে শোক জ্ঞাপনের পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে নবীনগর পৌর এলাকার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়ার আয়োজন করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com