করোনায় কক্সবাজারের প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা ছালামতের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা ছালামত উল্লাহ রানা (৬৫)।
সোমবার রাত ৯টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবরটি নিশ্চিত করেছেন ছালামত উল্লাহ রানার ছোট ভাই সাংবাদিক শফিউল্লাহ শফি।
গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
করোনা শনাক্ত হওয়ার তিন দিনের মাথায় মৃত্যু হলো এই বিএনপি নেতার।
অ্যাডভোকেট ছালামত উল্লাহ রানা জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। তিনি মহেশখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার ফকিরা ঘোনা এলাকায়। তিনি মরহুম নজর আলীর ছেলে। স্বপরিবারে শহরের টেকপাড়ায় বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক।
সূত্র : ইউএনবি