করোনা ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

0

দেশের পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

করোনা পর্যবেক্ষণে গঠিত দলের কেন্দ্রীয় সেলের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।

টুকু বলেন, আগামী বৃহস্পতিবার করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করা হবে। আমরা ডাটা সংগ্রহের কাজ করছি। সংবাদ সম্মেলনের সময় এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে বিএনপির করোনা সেলের পক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয়, সারাদেশে ৫৬ লাখ পরিবারের প্রায় সোয়া দুই কোটি মানুষকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তাদের ৫৬ নেতাকর্মীর মৃত্যু এবং ১২১ নেতাকর্মীর করোনায় আক্রান্ত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com