বাংলাদেশে চুরি-লুটপাটের পুরো ব্যবস্থাটা চলছে ‘আইনি’ পথে

0

যারা মনে করেন ‘আইনের শাসন’ লাগবে তাদের মনে করিয়ে দেয়া যেতে পারে, এই চুরি-লুটপাটের পুরো ব্যবস্থাটা কিন্তু চলছে ‘আইনি’ পথেই,। বাংলাদেশের মানুষ যেদিন এই রাষ্ট্রের চোখে চোখ রেখে এদের চালু করা এই আইনের শাসনকে চ্যালেঞ্জ করবে, প্রয়োজনে এইসব আইনকে উপেক্ষা করে বলবে এইগুলা বদলাও নয়তো ট্যাক্স-ভ্যাট বন্ধ করে দেবো, সেদিনই ফ্যাসিবাদ নড়েচড়ে বসবে,। নাহলে শুধু ফ্যাসিবাদ-ফ্যাসিবাদ করলে তা সাধারণ মানুষের কাছে কোনোই অর্থ বহন করে না,। আর এটা ফ্যাসিবাদী সরকার খুব ভালো করে বোঝে বলেই এগুলোতে খুব একটা গা করে না,।

আমাদের বুঝতে হবে, কোনো আইন যদি ন্যায্যতার সীমা লঙ্ঘন করে তবে মানুষের কাজ হচ্ছে প্রথমে সেই আইন উপড়ে ফেলা,।

সুতরাং বাংলাদেশের অর্থবিল বিশ্লেষণের পুরাতন পদ্ধতি, জিডিপি-জিডিপি আর বরাদ্দ-বরাদ্দ, এগুলো বাতিল করে ন্যায্যতার দৃষ্টিতে বিশ্লেষণের এখনই সময়,। সেইসাথে দেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে অনির্বাচিত, অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে রূখে দাঁড়াবার,।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com