সিরিয়ার প্রেসিডেন্টের স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা

0

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে আরব এ দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দামেস্কে সরকার একের পর এক বিজয় অর্জন করছে তখন ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার স্ত্রী আসমা আসাদসহ ৩৯ জন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে আমেরিকা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে আমেরিকায এই প্রথমবারের মতো বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদকে লক্ষ্য করে কোনো নিষেধাজ্ঞা দিল। এর আওতায় এ সমস্ত ব্যক্তির ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, নতুন আইনের আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার বিরুদ্ধে আরো অনেক নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যার আওতায় সিরিয়ার বহু কোম্পানি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে কোনো ব্যক্তি দামেস্কের সাথে কোনো রকমের লেনদেন করতে পারবে না।

যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দামেস্কের সঙ্গে লেনদেন করে তাহলে তাদের সম্পদ জব্দ করার ব্যবস্থা থাকবে। অনেকেই মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ার জনগণ বেশকিছু গুরুত্বপূর্ণ ওষুধ এবং পণ্য সামগ্রী আমদানী করতে পারবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com