চীন-ভারত: কে বেশি শক্তিশালী?

0

লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতের ২৩ সেনা নিহত হয়েছেন। তবে ভারত চীনের সেনা হতাহতের দাবি করলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
 
কয়েক দশক পর দুই দেশের মধ্যে এমন ঘটনায় নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। দুই পরমাণুশক্তিধর দেশদুটিতে যু্দ্ধের পরস্থিতি তৈরি হয়েছে।
 
এমন পরিস্থিতিতে যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে। গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকম ও ডয়চে ভেলের দেয়া তথ্য মতে সেই চিত্র তুলে ধরা হলো-
 
পিডব্লিউআর (সামরিক) ব়্যাঙ্কিং
সামরিক শক্তির এই ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে চীন৷ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে, অর্থাৎ এ তালিকায় তিন নম্বরে রয়েছে দেশটি। তবে ভারতও খুব একটা পিছিয়ে নেই। চীনের পরেই, অর্থাৎ চার নম্বরে রয়েছে তারা৷
 
সক্রিয় সেনাসদস্য
চীনের সেনাসদস্য রয়েছে মোট ২১ লাখ ২৩ হাজার, ভারতের ১৪ লাখ ৪৪ হাজার। তবে রিজার্ভ সৈন্যের সংখ্যায় ভারত এগিয়ে৷ চীনের ৫ লাখ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য৷
 
প্রতিরক্ষা বাজেট
প্রতিরক্ষা খাতের বাজেটে ভারতের চেয়ে কয়েকগুণ এগিয়ে চীন। চীনের ২ হাজার ৩৭০ কোটি ডলারের বিপরীতে ভারতের প্রতিরক্ষা বাজেট মাত্র ৬১০ কোটি ডলার৷
 
এয়ারক্রাফট
এখানেও অনেকটাই এগিয়ে চীন। তাদের এয়ারক্রাফট রয়েছে ৩ হাজার ২১০টি। ভারতের রয়েছে ২ হাজার ১২৩টি।
 
যুদ্ধজাহাজ
চীনের যুদ্ধজাহাজ রয়েছে ৭৭৭টি, ভারতের ২৮৫টি।
 
যুদ্ধবিমান
যুদ্ধবিমানের সংখ্যায় দ্বিগুণেরও বেশি এগিয়ে চীন। তাদের ১ হাজার ২৩২টি যুদ্ধবিমানের বিপরীতে ভারতের রয়েছে ৫৩৮টি৷
 
হেলিকপ্টার
চীনের হেলিকপ্টার ৯১১টি, ভারতের ৭২২টি৷
 
ট্যাংক
ট্যাংকের সংখ্যায় বেশ এগিয়ে ভারত। চীনের ট্যাংক য়েছে ৩ হাজার ৫০০টি আর ভারতের ৪ হাজার ২৯২টি৷
 
সাঁজোয়া যান
চীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার, ভারতের ৮ হাজার ৬৮৬টি৷
 
স্বয়ংক্রিয় আর্টিলারি
এখানে দুই দেশের মধ্যে তুলনাই চলে না৷ চীনের স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে ৩ হাজার ৮০০টি, ভারতের মাত্র ২৩৫টি৷
 
ফিল্ড আর্টিলারি
এখানে চীনের চেয়ে সামান্য এগিয়ে ভারত৷ চীনের ৩ হাজার ৮০০টির বিপরীতে ভারতের ফিল্ড আর্টিলারি
রয়েছে ৪ হাজার ৬০টি।
 
রকেট প্রজেক্টর
এখানেও যোজন যোজন এগিয়ে চীন। তাদের রকেট প্রজেক্টর ২ হাজার ৬৫০টি, ভারতের মোটে ২৬৬টি৷
 
সাবমেরিন
ভারতের চেয়ে চীনের সাবমেরিন প্রায় পাঁচগুণ বেশি। চীনের সাবমেরিন ৭৪টি, সেখানে ভারতের রয়েছে মাত্র ১৬টি।
 
বিমানবাহী জাহাজ
চীনের বিমানবাহী জাহাজ রয়েছে দু’টি, ভারতের একটি৷
 
ডেস্ট্রয়ার
চীনের ৩৬টি ডেস্ট্রয়ারের বিপরীতে ভারতের রয়েছে ১০টি৷
 
ফ্রিগেট
চীনের ৫২টি। তার ঠিক চার ভাগের এক ভাগ, অর্থাৎ ১৩টি ফ্রিগেট ভারতের ৷
 
রণতরি
চীনের রণতরি ৫০টি, ভারতের ১৯টি৷
 
উপকূলীয় টহল
চীনের ২২০, ভারতের ১৩৯৷
 
বিমানবন্দর
চীনের মোট ৫০৭টি বিমানবন্দর রয়েছে, ভারতের ৩৪৭টি৷
 
নৌবন্দর ও টার্মিনাল
এখানেও এগিয়ে চীন। তাদের নৌবন্দর ও টার্মিনাল ২২টি। ভারতের রয়েছে মোট ১৩টি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com