দমন-পীড়ন বন্ধ না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি
সরকারের দমন-পীড়ন বন্ধ না হলে ‘যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড’র প্রতিবাদের মতো বাংলাদেশেও বিক্ষুব্ধ জনতা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লক্ষ্মীপুরের পালের হাটে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ‘বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষকে যেকোনও মুহুর্তে গ্রেফতার-গুম করা হচ্ছে। এই যে এখানে মানববন্ধন শেষ হলে আমাদের ছাত্রদলের কোন ছেলেকে যে গ্রেফতার করবে, কাকে যে গুম করবে সেটা আমরা বলতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি সরকার করোনার মধ্যেও ছাত্রদলের ছেলেদের গ্রেফতার করে, যুবদলের ছেলেদের গ্রেফতার করেন আমরাও বসে থাকবো না। আসুক আমাদের ওপর করোনার ঝড়। আমরা সবকিছু মেনে নিয়েও রাস্তায় তুমুল আন্দোলন গড়ে তুলবো।’
তিনি বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের জন্য যেখানে সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ রাস্তায় নামতে পারে আমরাও করোনা উপেক্ষা করে রাস্তায় নামবো এই স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে।’
এসময় যশোরে গুম হওয়া ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনের সন্ধান এবং কুমিল্লার ছাত্রদল নেতা পারভেজ হোসেন, ও লক্ষ্মীপুরে পালের হাটে পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মনিকে হত্যার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি জানান রিজভী।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটেস দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত মানিকগঞ্জের সাটুরিয়ার ছাত্রদল নেত্রী রাহা মাহমুদা পলির মুক্তিরও দাবি জানান তিনি।
জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হিরা মনির ওপর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে করোনা পরিস্থিতি প্রতিরোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘একাত্তর শতাংশ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রীর অভাবে করোনা চিকিৎসা দেয়া যায়নি। অধিকাংশ হাসপাতালের নার্সদের করোনা মোকাবিলার প্রশিক্ষণ নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা আক্রান্তদের পরীক্ষা বাংলাদেশে সবচাইতে কম।’
তিনি বলেন, ‘এই করোনার দুঃসময়েও আমরা দেখলাম, মাস্ক ও অন্যান্য সামগ্রী নিয়ে কী ভীষণ দুর্নীতি হচ্ছে। মন্ত্রীর ছেলেরা সেইসব দুর্নীতির সঙ্গে জড়িত, আওয়ামী লীগের লোকেরা জড়িত। যেখানে দুর্নীতির পরিমণ্ডল রচিত হয় সেখানে কী করে করোনার মতো বিশ্ব মহামারিকে ঠেকাবেন প্রধানমন্ত্রী? তাঁর এদিকে কোনও ইচ্ছা নেই। কেউ যেন কথা বলতে না পারে, কেউ যেন ফেসবুকে প্রমাণপত্র ট্যাগ করতে না পারে সেজন্য তৎপর তাঁর সরকার। কিন্তু কোথায় কত রোগীর করোনা শনাক্ত করতে হবে, পরীক্ষার কিট নিতে হবে, সেগুলোর যন্ত্রপাতি আনতে হবে- সেদিকে কোনও খেয়াল নেই।’
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘একজন পলি নামের মেয়ে, তার বাবা বিএনপির সমর্থক। সে একটি পোস্ট দেয়ার কারণে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে এখনও কারাগারে রেখেছে। এটা একটা গণতান্ত্রিক সরকারের লক্ষণ হতে পারে? এটা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী সরকারের লক্ষণ।’
তিনি বলেন, ‘একটা নির্যাতনকারী, একটা নাৎসীবাদী সরকার ক্ষমতায় আছে বলে আজকে নারীর কোনও মান-মর্যাদা নেই, নারীর কোনও নিরাপত্তা নেই। আর বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষ তো যেকোনও মুহুর্তে……। আমি সরকারের এই চন্ডনীতির তীব্র নিন্দা করছি।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জ্যেষ্ঠ সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন ছাড়াও মানবন্ধনের উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাউসার, মোসাব্বির শাফি, তানজিল হাসান, নিজাম উদ্দিন রিপন, মাইনুদ্দিন নিলয়, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, আবু আফসার ইয়াহিয়া, সুলতানা জেনমিন জুঁই ও আপেল মাহমুদ প্রমুখ।