ডা. জাফরুল্লাহর ফুসফুসের সংক্রমণ বেড়েছে
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক গণস্বাস্থ্য হাসপাতালে অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্য ফন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা: জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ বাড়েছে। তাকে নতুন করে এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শরীর খুবই দুর্বল। নিয়মিত কিডনি ডাইলোসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয়না তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। তাই ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগন তাকে কথা বলতে নিষেধ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নাই তবে ব্যাকটেরিয়া ইনফেকশন অনেক বেশী। তাকে আরো বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানষিকভাবে অনেক উজ্জীবিত।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।