খালেদা জিয়া কি আজ জামিন পাবেন?
অসুস্থতার কারণ দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ সোমবার আবারও খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে বলে জানিেছেন তার আইনজীবীরা। তারা বলছেন, বিএনপি চেয়ারপার্সন মারাত্মক অসুস্থ। এবার জামিন পাবেন বলেও প্রত্যাশা তাদের।জামিন আবেদন করার বিষয়টি খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আজ আদালতের কাছে খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে যাব আবার।
এদিকে, দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন সাজা দিয়েছে এবং তা আইনিভাবেই মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না।
প্রমঙ্গত, দেড় মাস বন্ধ থাকার পর গতকাল রবিবার খুলেছে দেশের সর্বোচ্চ আদালত।