বিকেলে বাজেটের ওপর প্রতিক্রিয়া দেবে বিএনপি
জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনকরে দেশের ৪৯তম বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বাজেট ভাবনা : অর্থবছর ২০২০-২১’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে জোর না দিয়ে মানুষের জীবন ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার তাগিদ দিয়েছিলেন ফখরুল।
এদিকে গতকাল বৃহস্পতিবার ১ লাখ ৯০ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি ধরে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।