বাজেটে দুর্নীতিকে আইনি অনুমোদন দেয়া হয়েছে : চরমোনাই পীর

0

বাজেটকে দুর্নীতির আইনি অনুমোদনপত্র উল্লেøখ করে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, বাজেট বাস্তবতাবর্জিত সংখ্যার ফুলঝুরি। করোনার এই ভয়াবহ সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ প্রস্তাব করার মাধ্যমে প্রমাণ হয় সরকার জনবিচ্ছিন্ন হয়ে ঘোরের মধ্যে বাস করছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব আখ্যায়িত করেন তিনি।

বাজেট প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার চরমোনাই পীর বলেন, বিশাল অঙ্কের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কত ভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাজেটে কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাস দিয়ে লোকদেখানো মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় লুটপাটের সুবিধার দিকে লক্ষ রেখে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের অবৈধ টাকা সাদা করার সুযোগ করে দেয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় দেশ-বিদেশী লুটপাটকারীদের পকেট ভারী করার বাজেট এটি। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতি আরো উৎসাহিত হবে। নতুন অর্থবছরের এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণনির্ভর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। বিজ্ঞপ্তি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com